শ্রীবরদী (শেরপুর) : কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র দাখিলের একদিন পরই উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালেন বাংলাদেশ জামায়েতে ইসলামী কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী এবং তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বাদল।
মঙ্গলবার (১৬ এপ্রিল) তিনি নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করেন। তিনি প্রথম ধাপে অনুষ্ঠিতব্য শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে গতকাল সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এদিকে বিএনপি ও জামায়াতের কোন প্রার্থী মাঠে না থাকায় উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীবরদীতে ভোটের মাঠে একা হয়ে গেল আওয়ামী লীগ। ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম ভাষানী, আওয়ামী লীগ নেতা খন্দকার ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. মতিন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের পাশাপাশি এ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়েতে ইসলামী কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বাদল। ভোটের মাঠ কাঁপানো এ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় টনক নড়ে আওয়ামী লীগের প্রার্থীদের। কিন্তু মনোনয়নপত্র দাখিলের একদিন পরই বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী এবং তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বাদল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান করে নির্বাচন থেকে সরে গেলাম। আমার দলের যখন যে সিদ্ধান্ত আসবে আমি সে সিদ্ধান্ত মতো কাজ করব।