1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে জমির আইল নিয়ে চাচা-ভাতিজার বিরোধ, কলা বাগান কর্তন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজার দ্বন্দ্বে মারধর, মামলা ও শেষ পর্যন্ত রাতের আঁধারে কলা বাগানের অর্ধশত সবরি কলার গাছ কর্তনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ এপ্রিল) ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিজপাড়া গ্রামে কালাগাছ কর্তনের এ ঘটনা ঘটে। এর আগে গত ১৫ এপ্রিল সোমবার দুইপক্ষের মধ্যে মারধর এবং ওই ঘটনায় মামলা করা হয়।

সরেজমিনে গেলে জানা যায়, ওই গ্রামের ইউপি সদস্য আব্দুস সালামের ছেলে রফিকুলের সাথে ছোট ভাই আব্দুল মান্নানের সাথে বেশ কিছুদিন যাবত জমির আইল নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সোমবার আব্দুল মান্নান তার শ্রমিক দিয়ে জমির আইল বাঁকা করে কেটে রফিকুলের জমিতে প্রবেশ করছিল। এসময় রফিকুল বাঁধা দিতে গেলে রফিকুল ও তার চাচা আব্দুল মান্নানের মধ্যে বাক-বিতণ্ডা থেকে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এসময় রফিকুলের লাঠির আঘাতে মাথায় সামান্য আঘাত পান চাচা আব্দুল মান্নান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ২২ এপ্রিল তিনি তার ভাতিজা রফিকুল ও আরেক ভাতিজা ছায়েদুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এদিকে শনিবার ভোরে রফিকুলের শ্রমিক ফিরোজ মিয়া সবরি কলার বাগানে কাজ করতে গেলে রফিকুলের ওই বাগানের অর্ধশত কলাগাছ কাটা অবস্থায় দেখতে পায়। রফিকুলসহ তার স্বজনেরা অভিযোগ করে বলেন, পাশাপাশি জমি হওয়ায় চাচা আব্দুল মান্নান দীর্ঘদিন যাবত ক্ষেতের আইল বাঁকা করে কেটে পর্যায়ক্রমে একটু করে দখলে নিচ্ছিলেন। এ নিয়ে অনেক দিন যাবত আমাদের মাঝে বিরোধ চলছিল। বারবার বারণ করা সত্বেও ১৫ এপ্রিল পুনরায় জমির আইল কাটতে গেলে বাধা দেওয়ায় উভয়পক্ষে মারধরের ঘটনা ঘটে। এরপর মারধরের ঘটনায় আমাদের দুই ভাইকে আসামী করে থানায় মামলা দিয়েও ক্ষান্ত হয়নি। তার কলা বাগানের পাশাপাশি থাকা আমার কলা বাগানের লম্বা একটি সারির ৪৮টি কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে।

অন্যদিকে চাচা আব্দুল মান্নান জানান, ক্ষেতের আইল কাটার সময় আমি ছিলাম না। শ্রমিকরা এ কাজ করতে গেলে ভাতিজা আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং আমার মাথা ফাটিয়ে দেয়। কলাগাছ কর্তনের বিষয়টি অস্বীকার করে জানান, যেহেতু দুই পক্ষে বিরোধ চলছে, তাই কলাগাছ রফিকুল কাটলেও আমার কথাই বলবে। কিন্তু আমি এ কাজ করিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, আব্দুল মান্নানের দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কলাগাছ কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com