বান্দরবান : বান্দরবান সদরে পৌরসভার ৪নং ওয়ার্ডের ডিসি বাংলোর বিপরীত পার্শ্বের অগ্নিকাণ্ডে ১টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৮ এপ্রিল) রাত ৯টায় দিকে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত্র ৯টায় দিকে সনি শো-রুমের পাশে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের টিম ১ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ১টি দোকান ও ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নিকাণ্ডে আক্রান্ত বাড়ির পাশে এনআরবিসি ব্যাংকের বিল্ডিং এবং সনি শো-রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশংকা করছে জনপ্রতিনিধি।
জেলা ফায়ার সার্ভিস এর সহকরী পরিচালক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলতে পারছি না। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বান্দরবান পৌরসভার পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।