1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : আগামী ৮ মে ২০২৪ ইং অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

এসময় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলসহ ৫৫টি ভোট কেন্দ্র্রের সকল প্রিজাইডিং কর্মকর্তা ও গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।

আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন বক্তাগণ।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com