1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

কাস্টিং কাউচের শিকার হয়ে অভিনয় থেকে দুরে ছিলেন উপাসনা সিং

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউডের পরিচিত মুখ উপাসনা সিং। নব্বইয়ের দশকের দিকে বেশ নিয়মিত ছিলেন পর্দায়। বলিউড সিনেমায় ছোটখাটো চরিত্রে প্রায়ই তাকে দেখা যেত। তবে এখন আর সিনেমার পর্দায় নিয়মিত নন তিনি।

প্রায় চার দশক আগে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী উপাসনা সিং।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাসনা সিং একবার জানিয়েছিলেন যে, সিনেমাটিতে তার কাজ সম্পর্কে আলোচনার সময় শ্রীদেবী নিজে তাঁর প্রশংসা করেছিলেন। প্রাথমিক আপত্তি সত্ত্বেও, উপাসনা সিনেমার বিখ্যাত সংলাপ ‘আব্বা ডাব্বা জব্বা’ খুব ভালভাবে পরিবেশন করেছিলেন। তিনি এই চরিত্রের বিভিন্ন অভিব্যক্তির উপর জোর দিয়েছিলেন। উপাসনা জানিয়েছেন যে, প্রথমে ‘আব্বা ডাব্বা জাব্বা’ ডায়লগ শুনে তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বোবা মানুষ এই কথাগুলোই বলতে পারে।

ইটাইমসের সঙ্গে কথোপকথনে উপাসনা সিং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন, সে সম্পর্কেও কথা বলেছেন। বিনোদন জগতে নিজের জন্য পথ তৈরি করা উপাসনার পক্ষে সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন আমি এক ভয়ঙ্কর ঘটনার পর সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং আমি সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি কী বলব বুঝতে পারছিলাম না। পরে অনেক ভেবে বললাম যে আমি পরের দিন আসব। ওই ডিরেক্টর গাড়ি পাঠাতেও প্রস্তুত ছিলেন। কিন্তু পরে অনিল কাপুরের সঙ্গে সিনেমার সুযোগ হারিয়ে অনেক কেঁদেছিলাম।’

উপাসনার কথায়, ‘আমি উনাকে বলেছিলাম যে, আপনি আমার বাবার বয়সী। আপনি কীভাবে আমাকে নিয়ে এই সব ভাবতে পারেন। এই ঘটনার পর ৭ দিন ঘর থেকে বের হতে পারিনি। তবে আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’

বর্তমানে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে টিভি পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। ‘কমেডি সার্কা ‘ থেকে শুরু করে হালের কপিল শর্মা শো, প্রায়ই উপাসনার উপস্থিতি ভক্তদের আনন্দিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com