বান্দরবান : বান্দরবান সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৬ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেলেন থানচিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যসহ ৩ জন।
আজ (০৮মে) শুক্রবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে করোনা মোকাবিলা করে সুস্থ হওয়ায় হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বিদায় জানান। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম ওই পুলিশ সদস্যকে গ্রহণ করেন।
এসময় বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল এবং এমওসিএস ডা. আলমগীর, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলামসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, থানচিতে করোনা আক্রান্তপুলিশ এর সদস্য ২৪ এপ্রিল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এরপর থেকে টানা ১৬ দিন তাকে চিকিৎসা দেয়া হয়। দুই দফায় তার করোনা পরীক্ষা করা হয় এবং দুইবারই তার করোনা নেগেটিভ আসে। এছাড়াও হাসপাতালে থাকা আরো ৩ জনের ও করোনা নেগেটিভ আসে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আসা করোনা আক্রান্ত একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। লামার করোনা আক্রান্ত ২ রোগীর দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এ নিয়ে বান্দরবানে আক্রান্ত মোট ৯ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকী ৬ জনের মধ্যে ৩ জনের দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ এসেছে। তারাও সুস্থ হওয়ার পথে।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি রোগীকে সর্বোচ্চ সেবা দেয়ার। আমাদের এই ইউনিটটি স্বয়ংস্বম্পূর্ণ নয়। অনেক কিছু নেই। তবে আমাদের কিছু ভালো এবং উদ্যমী কর্মী রয়েছেন।
– এন.এ. জাকির