1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

অনন্ত-রাধিকার বিয়ের কার্ড প্রকাশ্যে

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪
বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। দুজনের প্রাক-বিবাহ অনুষ্ঠানই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। এবার বিয়ের পালা। জামনগরের পর দ্বিতীয় দফায় অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান চলছে বিলাসবহুল ক্রুজে।

যেখানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে, বলিউড অভিনেতারা ভিড় জমিয়েছেন। এরই মাঝে প্রকাশ্যে এল দুজনের বিয়ের কার্ড।

আগামী ১২ জুলাই মুম্বাইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হতে চলেছে ভারতের শীর্ষ ধণী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির। গণমাধ্যম সুত্র অনুসারে, হাজার কোটির ওপরে খরচ হতে চলেছে এই বিয়েতে।ইতোমধ্যেই জামনগরের প্রাক-বিবাহ আয়োজন নজর কেড়েছে বিশ্ববাসীর। এবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু বৈদিক রীতি অনুসারে সাত পাক ঘুরবেন দুজনে। ইতোমধ্যে তাদের বিয়ের কার্ড বেশ সাড়া ফেলে দিয়েছে সবার মাঝে। লাল আর সোনালিতে সাজানো কার্ডে রয়েছে শিব-পার্বতীর ছবি।

বরাবরই ধর্মের প্রতি গভীর টান ধরা পড়েছে আম্বানিদের। বিয়ের কার্ডেও রেখে গেলেন তারা সেই ছাপ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। জানা গেছে, ১২ জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান বা শুভ বিবাহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর শুভ আশীর্বাদ বা ঐশ্বরিক আশীর্বাদের জন্য একটি দিন রাখা হচ্ছে, যা হল শনিবার, ১৩ জুলাই।আর তারপর দিন ১৪ জুলাই রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠানের জন্য অতিথিদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আসতে বলা হয়েছে। পরের দিন শুভ আশীর্বাদ অনুষ্ঠানের জন্য ড্রেস কোড হল ইন্ডিয়ান ফরমালস। ১৪ জুলাইয়ের রিসেপশনে অতিথিরা ‘ইন্ডিয়ান চিক’ থিম অনুযায়ী পোশাক পরতে পারবেন।এদিকে ২৮ মে থেকে ৩০ মে, এই তিন দিন ধরে দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল জাহাজে দ্বিতীয়বার প্রাক-বিবাহ অনুষ্ঠান হচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান উদযাপন করতে ইতালিতে গেছেন নামিদামি সব তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com