1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৪ জুন ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি আজ রবিবার রেকর্ড তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মোদির আগে জওয়াহেরলাল নেহরু টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি এখনো নতুন মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয়ের তালিকা ঘোষণা করেননি। তার সঙ্গে শপথ নেওয়া মন্ত্রীরা হলেন :

  • রাজনাথ সিং
  • অমিত শাহ
  • নিতিন গড়কড়ী
  • জেপি নাড্ডা
  • শিবরাজ সিং চৌহান
  • নির্মলা সীতারমন
  • এস জয়শঙ্কর
  • মনোহর লাল খট্টর
  • এইচ ডি কুমারস্বামী
  • পীযূষ গয়াল
  • ধর্মেন্দ্র প্রধান
  • জিতন রাম মাঞ্জি
  • রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
  • সর্বানন্দ সোনোয়াল
  • ডা. বীরেন্দ্র কুমার
  • কিঞ্জরাপু রাম মোহন নাইডু
  • প্রহ্লাদ জোশী
  • জুয়াল ওরাম
  • গিরিরাজ সিং
  • অশ্বিনী বৈষ্ণব
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
  • ভূপেন্দর যাদব
  • গজেন্দ্র সিং শেখাওয়াত
  • অন্নপূর্ণা দেবী
  • কিরেন রিজিজু
  • হরদীপ সিং পুরী
  • মনসুখ মান্ডাভিয়া
  • জি কিষাণ রেড্ডি
  • চিরাগ পাসওয়ান
  • সি আর পাতিল
  • রাও ইন্দ্রজিৎ সিং
  • জিতেন্দ্র সিং
  • অর্জুন রাম মেঘওয়াল
  • প্রতাপরাও গণপতরাও যাদব
  • জয়ন্ত চৌধুরী
  • জিতিন প্রসাদা
  • শ্রীপাদ নায়েক
  • পঙ্কজ চৌধুরী
  • কৃষাণ পাল গুর্জর
  • রামদাস আটওয়ালে
  • রাম নাথ ঠাকুর
  • নিত্যানন্দ রাই
  • অনুপ্রিয়া প্যাটেল
  • আর সোমান্না
  • ধর চন্দ্র শেখর পেমসানি
  • সপ সিং বাধেল
  • শোভা করন্দলাজে
  • কীর্তি বর্ধন সিং
  • শিশু পরিচর্যায়
  • শান্তার ঠাকুর
  • সুরেশ গোপী
  • এল মুরুগান
  • অজয় তমটা
  • বন্দী সঞ্জয় কুমার
  • কমলেশ পাসোয়ান
  • ভগীরথ চৌধুরী
  • সতীশ চন্দ্র দুবে
  • সঞ্জয় শেঠ
  • রবনীত সিং বিট্টু
  • দুর্গা দাস উইকে
  • রক্ষা খাডসে
  • সুকান্ত মজুমদার
  • সাবিত্রী ঠাকুর
  • তোখন সাহু
  • রাজভূষণ চৌধুরী
  • ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা
  • হর্ষ মালহোত্রা
  • নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়া
  • মুরলীধর মহল
  • জর্জ কুরিয়েন
  • পবিত্র মার্গারিটা

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!