1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৩ জুন ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুন, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : পদ্মা সেতুতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা ঈদযাত্রায় একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস এসব তথ্য দিয়েছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি এবং জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়। এতে মাওয়া প্রান্তে আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। আর জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি আট লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গতবছরের ২৭ জুন।

সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। গত ২৪ ঘণ্টা দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়।

একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল চলতি বছরের ৯ এপ্রিল। সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে এসব টাকা আদায় হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!