নালিতাবাড়ী (শেরপুর) : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১০ মে) দিবাগত গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত পৌণে দুইটার দিকে পাঁচগাঁও মিতালী বাজারে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই আগুন একটি কলার দোকান, চায়ের দোকান, ফার্ণিচারের দোকান, কাপড়-দর্জির দোকান ও একটি ওষুধের ফার্মেসীতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন নেভানোর কাজে অংশ নিলে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেয় ও দীর্ঘক্ষণ চেষ্টার পর পুরো আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসর্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।