বান্দরবান: বান্দরবানের ১৭ তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রুর সহধর্মিনী রাণী মা ওয়াং প্রু পরলোক গমন করেছেন। রবিবার (১০ মে) রাত সাড়ে ১১টার সময় ক্যং এর মোড় জাদিপাড়া এলাকায় রাজবাড়িতে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারনে রবিবার রাতে রাণী মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বান্দরবানের বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। আগামী ১৮ মে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাণীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান রাজ কার্যালয়ের প্রধান সহকারী অং জাই উ খেয়াং।
– এন এ জাকির