বান্দরবান : বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকায় ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আল আমিন নামে (১৫) এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষিতা শিশুটি কালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
জানা গেছে, শনিবার রাতে কালাঘাটার নিজ বাসা থেকে খেলা করার বাহানায় শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন। পরে অনেক্ষণ হয়ে গেলে মেয়েটি বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে দেখে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে মাঠে পড়ে থাকতে দেকে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। এ ঘটনার পর আল আমিনের পরিবার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষিতা শিশুর পরিবারকে হুমকি দেয় এবং মিমাংসার চেষ্টা করে। মেয়েটির পরিবার দরিদ্র হওয়ায় তারা প্রতিবাদ করতে পারে না। এদিকে বিষয়টি জানাজানি হলে ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আল আমিনকে আটক করে নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে কালাঘাটা এলাকা থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
– এন এ জাকির