শ্রীবরদী (শেরপুর) : ‘‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে গরীব অসহায় প্রান্তিক দুই কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট ও টাকার অভাবে পাকা বোরো ধান কাটতে পারছিলেন না পশ্চিম ছনকান্দা গ্রামের দুই কৃষক। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলা কৃষকলীগের উদ্যোগে তাতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের কৃষক সাফিজল হকের ৫০ শতাংশ ও নওশেদ আলীর ৫০ শতাংশ মোট ১০০ শতাংশ (এক একর) জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, সাধারন সম্পাদক বনিজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক রমেশ সরকার, তাতিহাটি ইউনিয়ন শাখার কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।
কৃষক সাফিজল হক ও নওশেদ আলী বলেন, শ্রমিক সংকট ও টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পেরে কৃষকলীগের নেতাদের জানাই। পরে কৃষকলীগ স্বেচ্ছা শ্রমে আমাদের জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে। এতে আমরা কৃষকলীগের প্রতি কৃতজ্ঞ।