1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ৩০ জুন ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

রংপুরে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রংপুর: রংপুরে পানিতে ডুবে পৃথক তিনটি ঘটনায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে মিঠাপুকুর ‍উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরাঘাট এলাকায় একই নদীতে দুই জন করে মোট চার জনের মৃত্যু হয়। এছাড়া, সকাল ৮টার দিকে মিঠাপুকুরের বড়বালা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়।

স্থানীরা জানান, রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়ারা হলো- ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (৭) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২)। তারা সম্পর্কে জ্যাঠাত-চাচাতো ভাই-বোন। দুই জনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ছিল। আরশি ষষ্ঠ ও জিম প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রাাম সংলগ্ন ঘাঘট নদীতে ডুবে আইশা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুর আড়াইটার দিকে কয়েকজন শিশু ঘাঘট নদীতে গোসল করতে নামে। পানির স্রোতে আইশা ও আয়াত নদীর মাঝখানে চলে যায়। পরে তারা ডুবে যায়। রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেলে সাড়ে ৩ টার দিকে তাদের উদ্ধার করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘাঘট নাদী এবং পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!