1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “কৃষিই সমৃদ্ধ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসারের আয়োজনে সভাপতিত্ব ও উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল কবীর রাসেল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন- কৃষি অফিসার হুমায়ূন দিলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক প্রমুখ।

এসময় উপজেলার ১ হাজার ৪ শত প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারীর মালিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

মেলায় ফলজ-বনজসহ আধুনিক কৃষি প্রযুক্তির ১৬টি স্টল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!