স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার উত্তর ইতালির কোমোতে নিজ বাড়িতে একা একা অনুশীলনে ব্যস্ত ছিলেন ইতালিয়ান তরুণ ফুটবলার আন্দ্রে রিনালদি। আর আজ সোমবার মস্তিষ্কের রক্তক্ষরণে ভার্সেইতে একটা হাসপাতালে মাত্র ১৯ বছর বয়সে বিদায় নিলেন এই ফুটবলার।
ইতালিয়ান ‘সিরি আ’ লিগের ক্লাব আতালান্তার একাডেমি থেকে নিজেকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছিলেন রিনালদি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক বিবৃতি দিয়েছে ক্লাবটি। যেখানে তারা বলেছে, ‘ক্লাবের সভাপতি অ্যান্তোনিও পারকাসি এবং পুরো আতালান্তা পরিবার রিনালদির এমন বিদায়ে শোকপ্রকাশ করছে। আর তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে।’
এরপরে আরও যোগ করে, ‘মাঠের খেলায় তুমি শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে না। লড়াই করে যেতে। এবারও লড়াই করেছো যতটা তোমার সম্ভব ছিল। তবে এত তাড়াতাড়ি বিদায় নিতে নিশ্চয়ই নয়।’
মাত্র ১৩ বছর বয়সে আতালান্তার একাডেমি ক্লাবে যোগ দেন রিনালদি। ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।