বান্দরবান: বান্দরবানের বালাঘাটা এলাকায় হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে বের হওয়ার অভিযোগ উঠেছে করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। মঙ্গলবার বিকেলে বালাঘাটা হর্টিকালচার এলাকার করোনা আক্রান্তের ওই পরিবারের সদস্যদের প্রশাসনের দেয়া লকডাউন ভেঙ্গে বাইরে বের হওয়ার কথা জানান এলাকাবাসী।
জানা গেছে, গত ৮ মে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ করোনা পরীক্ষার নমুনা জমা দিয়ে বান্দরবান আসেন নিজ বাড়িতে পরিবারের সাথে দেখা করতে। এসময় তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং স্থানীয় বাজারে যান। পরে ৯ মে তিনি লোহাগাড়া ফিরে যান এবং ১০ মে জানতে পারেন তার করোনা পজেটিভ এসেছে। খবরটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের মানুষ ওই ব্যক্তির বান্দরবানের বালাঘাটার বাসায় এসে তার পরিবারের সদস্যসহ আশপাশের ২৩ জনকে ১৪ দিন বাড়ির বাইরে বের না হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন এবং ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। পরদিন ১১ মে ১৭ জনের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় স্বাস্থ্য বিভাগের লোকজন।
কিন্তু প্রশাসনের নিসেধাজ্ঞা সত্তেও করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে ঘোরাফেরা করছে। লকডাউনের ২ দিন পর মঙ্গলবার বিকেলে করোনা আক্রান্ত পরিবারের সদস্য নুরুচ্ছপা মাস্টারকে তার ছোট নাতী-নাতনী নিয়ে বাইরে ঘোরাফেরা করতে দেখেছেন এলাকাবাসী।
প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, প্রশাসন তাদের বাড়ি লকডাউন করেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। কিন্তু তারা সেটি না মেনে বাইরে ঘোরাফেরা করছে। এর ফলে আমরা ভয়ে আছি।
বালাঘাটা ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, করোনা আক্রান্তের পরিবারের সদস্যদের বাইরে ঘোরাফেরার কথা অনেকে আমাকে বলেছে, ছবিও পাঠিয়েছে। তাদেরকে বলেছি প্রশাসনের নির্দেশমত ১৪ দিন বাইরে বের না হতে। কিন্তু তারা আমার কথা শুনছেন না। তাই আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এদিকে করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক দাবী করে বান্দরবান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আলমগীর বলেন, করোনা পজেটিভ ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা খুবই জরুরী। তাদের পীিক্ষার রিপোর্ট আসুক না আসুক ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে। কেউ যদি এটি না মানে তবে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেয়া।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান বলেন, বিষয়টি আমার কানে এসেছে। হোম কোয়ারেন্টাইন যারা মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
– এন এ জাকির