কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরের ফাতরার জঙ্গলে (ইকোপার্কে) গত শুক্রবার উদ্ধারকৃত তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম, সাংবাদিক এস. কে রঞ্জন, মো. ওমর ফারুক ও বোর্ডম্যান কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল গত ১৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া পৌর শহর হতে ৪ জন আসামীসহ একটি তক্ষক আটক করেন। পরে আদালত সেটি অবমুক্ত করার জন্য কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার উপর দায়িত্ব দেয়া হয়। তিনি শুক্রবার বিকেলে সেই তক্ষকটি ফাতরার বনে ইকোপার্ক এলাকায় অবমুক্ত করেন।
এ বিষয়ে কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, আটককৃত তক্ষকটি অবমুক্ত করার জন্য মহামান্য কোর্ট আমার উপর দায়িত্ব দিয়েছিল। তাই আমি তক্ষকটি ফাতরার চড়ে ছেড়ে দিয়েছি।
– রাসেল কবির মুরাদ