নালিতাবাড়ী (শেরপুর) : বন্য শূকড়ের আক্রমণে নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর রুমান।
শনিবার (১৬ মে) বিকেলে নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামে (ইকোপার্ক সংলগ্ন) গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ সহায়তা প্রদান করেন। এসময় তিনি বন্য শূকড়ের আক্রমণে নিহত মোমেনার স্বামী হাবিবুর রহমানের হাতে নগদ ২০ হাজার ও আহত কোহিনূর এর হাতে ১০ হাজার টাকা প্রদান করেন। অর্থ সহায়তা প্রদানকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও হাজী আজাদ মিয়া, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ঝিনাইগাতি উপজেলার নকশি এলাকায় ৭৫টি কোচ ও হাজং পরিবারে চাল, ডাল ও সাবান বিতরণ করেন।