শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ নভেম্বর) রাত ১০ টার সময় উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ের ঢেউফা নদীতে ঐ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় ২টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও ৭টি টাওয়ার ধ্বংস করা হয়। তবে অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসুাধু ব্যবসায়ীরা ড্রেজার রেখে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। অভিযানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে সোমবার দুপুরে শ্রীবরদী পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফলের দোকান ও সরকারি জমিতে অবৈধ ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেন সহাকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। অভিযানের সময় ফলের দোকান, কাঁচা বাজার, গোশতের দোকান নির্দিষ্ট স্থানে বসার নির্দেশনা দেন। যানজট নিরসন ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে পথচারী ও বিভিন্ন ব্যবাসয়ীরা। এসময় পুলিশ, পৌরসভার স্টাফ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, নদী থেকে ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। আমরা নিয়মিত অভিযানের পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।