1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

‘জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন ধরণের বৈষম্য থাকবে না’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন ধরণের বৈষম্য থাকবে না। সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, জুয়া, মাদকসহ অপরাধমূলক কাজ বন্ধ হবে। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিন তার দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। জমিনের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি। সুতরাং এই জমিন তার রাজই প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়াতে তার রাজত্ব ছাড়া অন্য কারো রাজত্ব চলতে পারে না। কারণ আমাদেরকে একদিন অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে।

জামায়াতের এ নেতা বলেন, আল্লাহর আইনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ ও বিশ্বাস করে এবং প্রিয় নবী মোহাম্মদ (সা.) কে আদর্শ হিসেবে মনে করে, তারা তাদের জান-মালসহ সবকিছু দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে।

বিল্লাল হোসেন বলেন, স্বাধীনতার পরে আমরা দেশ পরিচালনায় অনেক রাজনৈতিক দল ও নেতাকে দেখেছি। তাদের অনেক কথা শুনেছি। কিন্তু তাদের কাজের মাধ্যমে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ হয়নি। এর কারণ হচ্ছে মানুষের বানানো নিয়ম দিয়ে এই কাজ সম্ভব নয়। একমাত্র কুরআনের আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে দেশের জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ করা সম্ভব।

তিনি বলেন, দেশ পরিচালনার জন্য যারা আইন তৈরী করেন তারা হচ্ছেন সংসদ সদস্য। যারা কুরআন প্রতিষ্ঠার কথা বলেন এবং কাজ করেন তাদেরকে সংসদে পাঠাতে হবে। তাহলেই কুরআনের আইন প্রতিষ্ঠা হবে। এ ক্ষেত্রে আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে নিতে হবে। কারণ নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবে। তাই সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে আহবান জানাচ্ছি।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডাভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, নারায়নগঞ্জ জেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মজিবুর রহমান মিয়াজী ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ জুবাইয়র হুসাইন খান।

কর্মী সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতসহ বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com