এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়। জনি ডেপের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে দুজনের সেই সংসার বেশিদিন টিকেনি।