1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

একযোগে ১২ পুলিশ সুপারকে বদলি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন,- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইম, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতারুল আলম, ঢাকার এসবির পুলিশ সুপার মো. জাকির হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও ঢাকার এসবির পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এছাড়া বদলি করা অন্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, এপিবিএন সদর দপ্তরের পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com