1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

প্যাডে পূজা চেরীর নাম, যা বলছেন শিবির সভাপতি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ইসলামী ছাত্রশিবিরের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, অভিনেত্রী পূজা চেরীর নাম রয়েছে। তার নামের সামনে লেখা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (অমুসলিম শাখা)।

তবে শিবিরের প্যাডে মহিলা শাখার ওই কমিটি ভুয়া বলে জানিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম।

নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব! যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে। যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে।

সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিবির সভাপতি।

এদিকে শিবিরের প্যাডে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরীও। তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, ‘এমন কোনো রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সর্বশেষ নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী।

বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com