1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিসুর রহমান সজল নামের এক প্রতিনিধি এ অভিযোগ করেন। এই অভিযোগের বিরুদ্ধে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি সজল।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময়সভা ছিল আজ।

তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথাই বলিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল আজকের মতবিনিময়সভায় বক্তব্যকালে অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। ওই স্মরণসভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

এ অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহার করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com