1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

শ্রীবরদীতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের ১২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) চার দিনব্যাপী উপজেলার হাড়িয়াকোনা ব্যাপ্টিস্ট মন্ডলী, বাবেলাকোনা বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বিশ্বাসীদের সদা জাগ্রত থাকা’ মূলসুরের মধ্যদিয়ে এ সভার মূলবচন ছিলো “অতএব জাগিয়া থাক, তোমাদের প্রভু কোনদিন আসিবেন, তাহা তোমরা জান না”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মিস্টার জুয়েল আরেং। গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ জিবিসি’র সভাপতি পাস্টার পঙ্কজ মারাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেনারেল সেক্রেটারী পাস্টর অভয় চিসিম, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, দক্ষিণ কোরিয়ার ইয়ান্ত কিয়ব লিসহ জিবিসি’র বিভিন্ন নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বক্তব্য শেষে কবি প্রাঞ্জল এম. সাংমা’র কাব্য গ্রন্থ “অরণ্য কুটির” বইটির মোড়ক উম্মোচণ করেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ এটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই ধর্মীয় আয়োজন হয়ে থাকে। তিনি বলেন, বাংলাদেশের মোট আটটি জেলা এবং ১১টি আঞ্চলিক বিভাগের অধীনে ১৫৭টি চার্চ আছে, গীর্জা ঘর আছে, সেটার সমন্বয়ে গঠিত। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩ হাজারের বেশি লোকজন উপস্থিত ছিলেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!