1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

গ্রামের রাস্তায় দেয়াল তোলায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চলাচলের একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোলড়া গ্রামের বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে গোলড়া-নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবরোধ করেছেন। পরে তারা সন্ধ্যা ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, যাতায়াতের জন্য গোলড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি সড়ক ব্যবহার করতেন। রাস্তাটি তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের ভেতর দিয়ে গ্রামের দিকে গেছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির লোকজন রাস্তার মুখে দেয়াল তুলে দেন। এতে সড়কটি বন্ধ হয়ে গ্রামবাসীর চলাচল ব্যাহত হয়। রাস্তাটি পুনরুদ্ধারের দাবিতে প্রতিষ্ঠান দুটির ফটকসংলগ্ন মহাসড়কে অবস্থান নেন গোলড়া গ্রামবাসীরা। পরে বিকাল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, অবরোধের কারণে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে কাজ করছি। দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com