1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে হামলা, লুট, অস্ত্রসহ ৩ বনদস্যু আটক: ১০-১২ জেলে অপহরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় জেলেদের উপর হামলা ও লুটপাট শেষে মুক্তিপণের দাবিতে ১২-১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় জেলেরা অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। আটক বনদস্যুদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলা ও আলোর কোটচল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় তারা মাছ ধরছিলেন। এ সময় ট্রলারযোগে ১৫-২৫ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা ও লুটপাট চালায়। পরে তারা দস্যুদের তিন দিক দিয়ে ঘিরে ফেলে। এসময় ৩ বনদস্যুকে বন্দুক ও কার্টুজসহ আটক করা হয় এবং অন্য বনদস্যুরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ১০-১২ জন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত দস্যুদের আলোর কোল কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে জেলেরা।

অপহৃত জেলেরা হলো- বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাফর শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৫০), খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র রহমত মোড়ল (২২) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পাওখালা গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র রবিউল মোল্লা (২৬)।

এ ব্যাপারে আলোরকোল টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলেদের উপর হামলা ও লুটপাট হয়েছে। জেলেরা ৩ বনদস্যু আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় কোস্ট গার্ড এর পক্ষে এম জাহিদুল ইসলাম কনটিজেন কমান্ডার (সিসি) দুবলা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com