শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের শেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর সভার ৭,৮,৯ নং ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও পৌর বিএনপির আয়োজনে ওই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল।
এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আঃ হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।