1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

শিশুছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মার্চ, ২০২৫

নাটোর : নাটোরের বড়াইগ্রামে শিশুছাত্রকে (১১) বলাৎকারের দায়ে আব্দুর রহিম কালু (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ)‌ বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হোসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া ও ক্যাডেট মাদরাসার শিক্ষক এবং নাটোর সদরের কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে শিক্ষক আব্দুর রহিম কালু সন্ধ্যার পর ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে মাদরাসায় কাজ আছে বলে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে মাদরাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে জোরপূর্বক বলাৎকারের পর আবার তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী কান্নাকাটি করে তার বাবাকে ঘটনাটি খুলে বলে। পরে তার বাবা চিকিৎসার জন্য তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ২১ মে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আদালত আজ আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com