নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা গোলাম সারোয়ার প্রমুখ। আলেচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।