1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের শহিদ মিনারে হাজার হাজার শিক্ষকের অবস্থান গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি: হামিদুর রহমান টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের ‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় কৌশলগত পদক্ষেপ ভারতের শিশুদের কোরআন শেখানোর সময় যে বিষয়ে গুরুত্ব দেবেন

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাসকান্দা গ্রামের জোরপূর্বক জায়গা জবরদখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ই এপ্রিল) দুপুরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে

অভিযোগকারী ভুক্তভোগী শহীদুল্লাহ হোসাইন বলেন, আমি একজন সহজ সরল ব্যক্তি। ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু অপরপক্ষ দুলাল মিয়া গং অবৈধভাবে আমার জমি জবর-দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, এই জমির বিরোধ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন যাবত মামলা-মোকদ্দমা রয়েছে। আমি জামালপুর বিজ্ঞ আদালতে এই জমিটির উপর মামলা দায়ের করি। যার মামলা নং ১৩০/২০০৯। সেখানে আমাকে বিজ্ঞ আদালত ডিক্রী প্রদান করেন। ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল জামালপুর তাদের দায়েরকৃত মামলার ১৬০৮/১৫ এলএসটি খারিজ করে দেয়। দুলাল মিয়া গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ১০৭/১১৭ (সি)ধারায় প্রসিকিউশন দাখিল করার পর বিজ্ঞ আদালতে হাজির হয়ে ওই জমিটি দাবি করবে না এই মর্মে একটি মুচলেকা প্রদান করেন। এরপরও দুলাল গংরা আমার জমি পুনরায় দখল করার পাঁয়তারা করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে দুলাল গংদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি।

এদিকে বিষয়টি নিয়ে সরজমিনে গেলে দেখা যায়, দুলাল গং জমিটি পুনরায় দখল করে বাড়ি নির্মাণ করছে।

এলাকাবাসী জানায়, জায়গা-জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্য পূর্ব শত্রুতার জের চলে আসছে। এর সঠিক সমাধান না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

বকশীগঞ্জ থানার এসআই মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার ব্যাপারে মামলা রয়েছে। জায়গাটিও ওদের দখলে। কিন্তু কোর্টের আদেশ ছাড়া আমরা তো কাজটি বন্ধ করতে পারি না। তাই বিষয়টি আইনানুগ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com