
শ্রীবরদী (শেরপুর) : ঢাকার আশুলিয়ায় কিশোরী এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় হৃদয় মিয়া (২৩) নামে এক যুবককে শ্রীবরদী থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি ১ জামালপুর।
গত সোমবার (২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত হৃদয় মিয়া শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের জামির হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, হৃদয়ের সহোদর দুই বোন ভুক্তভোগীর বাসায় ভাড়া থাকতেন। ওই সুবাদে বোনের বাসায় আসা-যাওয়া ছিল হৃদয়ের। এ সুযোগে বাড়ির মালিকের কিশোরী কন্যাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত হৃদয়। গত বছরের ১০ মার্চ সকালে ওই কিশোরী বই কেনার জন্য আশুলিয়ার ধনাইদ গ্রামস্থ ইউসুফ মার্কেটে আসে। এসময় হৃদয় তাকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ১৫ মার্চ কিশোরীকে উদ্ধার করা হলেও হৃদয় কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত হৃদয় মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।