নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে ৩ দিনের ব্যবধানে ৮ বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই বাংলাদেশী নাগরিক। কর্মের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে অবস্থান করে কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসায় তাদের গ্রেফতার করা হয়। গত ১১ মে রোববার ও ১৩ মে বুধবার শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে পৃথকভাবে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এরা হলো- নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের তৈবুর আলীর ছেলে জিয়ারুল রহমান (৪৮), তার ছেলে আফ্রিদি (২০), উজ্জল মিয়ার ছেলে আব্দুল সরদার (২০), আজাহার উদ্দিনের ছেলে বস্তিয়ার আলম (২৩), আব্দুল লতিফ উদ্দিন সরদারের ছেলে মুকুল সরদার (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), চর আলাতলী এলাকার কালুর ছেলে দুলাল উদ্দিন (৩১) ও আব্দুল বাছিরের ছেলে শাহাবুল (২১)।
পুলিশ জানায়, গত ১১ মে সকালে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের ৫ বাংলাদেশী মধুটিলা ইকোপার্ক এলাকায় আসে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় রূপী, মোবাইল ফোন ছাড়াও ভারতীয় পরিচয়পত্র (আদার কার্ড) জব্দ করা হয়।
অন্যদিকে ১৩ মে মঙ্গলবার রাতে বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে চাপাইনবাবগঞ্জ সদরের আরও ৩ বাংলাদেশী। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং পরদিন ভাতীয় রূপি ও মোবাইল ফোনসহ পুলিশে হস্তান্তর করে। এরা প্রত্যেকেই অবৈধ পথে ভারতে গিয়ে অবস্থান করে শ্রমিকের কাজ করতো। পাক-ভারত উত্তেজনার পর ভারতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নালিতাবাড়ীর পৃথক সীমান্তপথে দেশে ফিরে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, রোববার (১১ মে) আটককৃতদের পরদিন সোমবার (১২ মে) এবং মঙ্গলবার (১৩ মে) আটককৃতদের পরদিন বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।