আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্ব উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লুর বরাত দিয়ে সিএনএন তুর্ক এ তথ্য জানিয়েছে।
অবৈধভাবে তুরস্ক হয়ে ইউরোপ যেতে ৫০ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ইরান থেকে নৌকাটিতে উঠেছিলেন। ইরান ও তুরস্ক সীমান্তবর্তী লেক ভ্যানে এটি ডুবে যায়। বুধবার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ছয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে কয় জন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।
সাংবাদিকদের মন্ত্রী জানান, মানবপাচারের এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ডিসেম্বরে একই লেকে অভিবাশনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গিয়েছিল। ওই ঘটনায় সাত জনের মৃত্যু হয় এবং ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।