নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ধর্নার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে ইয়াসমিন নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভালুকাকুড়া গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ইয়াসমিনের সঙ্গে কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইসমাইল হোসেনের বিয়ে হয় প্রায় দশ বছর আগে। বিয়ের পর থেকে উভয়ের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। এ যাবত পাঁচবার গ্রাম্য শালিশ হয় এসব কলহ নিয়ে। ইতিমধ্যেই এ দম্পতির ঘরে একটি কন্যা সন্তান এসেছে। বর্তমান বয়স প্রায় ৩ বছর।
রবিবার সকালে অটোচালক স্বামীর সাথে ইয়াসমিনের ঝগড়া হয়। এরপর সবাই যার যার কাজে চলে যায়। বেলা আনুমানিক বারোটার দিকে নিজ ঘরে ধর্ণার সাথে ওড়না পেচানো অবস্থায় ইয়সমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। তাৎক্ষণিক তারা কন্যা শিশুুটি সাথে নিয়ে আত্মগোপন করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে। তবে কেউ বাদী হলে মামলা নেওয়া হবে।