নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে নারী প্রার্থী হয়েছেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক সুলতানা রাজিয়া। তিনি নালিতাবাড়ী পৌর শহরের পালপাড়া মহল্লার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
দলীয় সূত্র জানায়, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে অন্তত ডজনখানেক প্রার্থী মেয়র পদে সমর্থন চেয়ে প্রচারণায় নেমেছেন। তন্মধ্যে শুধুমাত্র আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ৯ প্রার্থী। এ ৯ প্রার্থীর একজন হলেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক ও নালিতাবাড়ী শহরের বাসিন্দা সুলতানা রাজিয়া। ইতিমধ্যেই তিনি করোনা ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে কয়েক দফায় চাল ও শাড়ি বিতরণ করে স্থানীয়দের নজরে এসেছেন।
সূত্র আরও জানায়, রাজিয়া চৌদ্দ দলের হয়ে নৌকা প্রতীক বরাদ্দ চাইবেন মহাজোেেটর কাছে। মহাজোট নৌকা প্রতীকের জন্য তাকে মনোনীত না করলে তিনি চৌদ্দ দলের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। সব ঠিকঠাক থাকলে আসন্ন নালিতাবাড়ী পৌর নির্বাচনে তিনি মেয়র পদে নারী প্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন।
এদিকে ভৌগলিক অবস্থান বিবেচনায় দেখা যায়, নদীর পূর্বপার তথা নালিতাবাড়ী বাজার ও এর আশপাশ মহল্লা মিলে মোট তিনটি ওয়ার্ডে (৭, ৮ ও ৯) মোট তিনজন মেয়র পদে প্রার্থী হয়েছেন। এরমধ্যে সাবেক দুইবারের মেয়র প্রয়াত আব্দুল হালিম উকিলের ছোট ভাই শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, তারই ভাতিজা শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন এবং ওয়ার্কার্স পার্টির নেত্রী সুলতানা রাজিয়া। তিনজনই প্রার্থী হয়েছেন নৌকা প্রতীক চেয়ে।