ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার বেলা সাড়ে ১১টায় ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার পৌরএলাকার উত্তর সুজাপুর রাজবংশিপাড়া গ্রামে ঘটেছে। নিহত ইমন ওই গ্রামের রিকশা চালক আনিছুর রহমানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় ইমন তার মায়ের সাথে বাড়ির পাশের কৃষিজমির মধ্যখানের বাগানে পাতা কুড়াতে যায়। তার মা পাতা কুড়ানোয় মগ্ন থাকায় মায়ের অদৃষ্টিতে দুই সঙ্গীর সাথে খেলতে যায়। খেলতে খেলতে গোসলের উদ্দেশ্যে ক্ষেতের ডোবায় নামে ইমনসহ তার দুই সঙ্গী। গোসলের একসময় ইমন ডুবে গেলে তার দুই সঙ্গী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
– আল হেলাল চৌধুরী