ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনের সাথে সোমবার দুপুরে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত মতবিনিসয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন- ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক প্রতিনিধি আল হেলাল চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনকে ফুলের শুভেচ্ছার জানানো হয়।
– আল হেলাল চৌধুরী