ফুলবাড়ী (দিনাজপুর) : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ী এপি’র উদ্যোগে সোমবার বিকেলে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে কোভিড-১৯ এর প্রভাব থেকে সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের অফিস কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং ও প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইসম প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি শিক্ষক হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক দৈনিক সবুজ নিশান প্রতিনিধি রাসেল পারভেজ, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
– আল হেলাল চৌধুরী