শফিউল আলম লাভলু, নকলা : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামরে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী আসাদুলকে সমাজসেবা অধিদফতর পরিচালিত অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং শিশুটির দাদী শহর বানুকে স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচীর আওতায় অন্তর্ভূক্ত করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টম্বর) বিকেলে তাদের মাঝে ভাতা বইয়ের কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, শহর বানুকে বিধবা ভাতা ও নাতিকে প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আসাদুলকে তার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নাই’ প্রকল্প থেকে আবাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করা হয়।
তিনি আরও বলেন, শহরবানুকে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপাতত কারো কাছে যেনো হাত পাততে না হয় সেজন্য দুই সপ্তাহের বাজার-সদাই তার বাড়িতে দিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, রান্না ও গোসলসহ অন্যান্য কাজের সময় শারীরিক, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু আসাদুলকে ছোট একটি গর্তে রেখে যান দাদি শহর বানু। শিশুটি একা বসে থাকতে পারে না বলে বিছানায় শোবার সময়ও তাকে ধরে রাখতে হয়। ঘরের ভেতর গর্তে প্রতিবন্ধী নাতিকে রেখে দাদি শহর বানু রান্নাবান্নাসহ আনুষঙ্গিক কাজ করেন। ভিক্ষা করে জীবন যাপন করেন তিনি। বাঁশের ছোট ভাঙা ঘরে প্রতিবন্ধী নাতিকে নিয়ে থাকেন শহর বানু।