নালিতাবাড়ী (শেরপুর) : চাকুরী জীবন শেষ হওয়ায় পুলিশের কনস্টেবলকে বিদায় জানাতে নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে বর্ণিল আয়োজন করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় (১ সেপ্টেম্বর) বিদায়ী অনুষ্ঠান, উপহারসামগ্রী প্রদান, মোটরসাইকেল শোভাযাত্রা আর সুসজ্জিত গাড়িবহর দিয়ে বাড়ি পৌছানো হলো বিদায়ী কনস্টেবল দুলাল হোসেনকে।
পুলিশ কনস্টেবল মোঃ দুলাল হোসেনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে। ১৯৮৩ সালের ২০ জুলাই চট্টগ্রামের মেট্রোপলিটনে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। ৩১ আগস্ট দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন নিজ জেলা শেরপুরের নালিতাবাড়ী থানায়। চাকুরী জীবনে চট্টগ্রাম থেকে পরবর্তী সময়ে খুলনা রেঞ্জ, ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জসহ বিভিন্ন স্টেশনে দায়িত্বশীলতার পরিচয় দেন দুলাল। তাই তার বিদায়ের ক্ষণটি পুলিশের জন্য দৃষ্টান্ত ও আনন্দময় করতে জেলা পুলিশ সুপার আশরাফুল আজীমের পরামর্শে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের তত্ত্বাবধান ও নির্দেশনায় ১ সেপ্টেম্বর থানায় আয়োজন করা হয় উন্নতমানের খাবারের। কনস্টেবল দুলালকে নালিতাবাড়ী আড়াইআনী বাজারস্থ বাসায় পৌছে দিতে বরযাত্রার বেশে আয়োজন করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা আর রঙিন বেলুনে সাজানো পুলিশ পিকআপ। সাইরেন বাজিয়ে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে পৌছে দেওয়া হয় বাড়িতে। এর আগে থানায় কর্মরতদের নিয়ে ছোট এক মিলনমেলার আয়োজন করা হয়। বিদায়ী কনস্টেবল দুলালকে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় নানা উপহার সামগ্রী।