1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

পাটকল চালুসহ ১৩ দফা দাবীতে নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির মানব বন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বন্ধ পাটকল চালু করা ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ১৩ দফা দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (২ সেপ্টেম্বর) ওয়ার্কার্স পার্টির দলীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা কমিটির আয়োজনে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সন্মুখে এ মানববন্ধ করে।
মানববন্ধনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা, ঢাকা মহানগর কমিটির নেতা সাংবাদিক হুমায়ন মজিব, খেতমজুর নেতা আলমাস আলী, হেলাল উদ্দিন ও সোহাগ মিয়া বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ১৪ দলের অন্যতম শরীক দল জাসদ শেরপুর জেলা শাখার নকলা নালিতাবাড়ীর সমন্বয়ক ও নালিতাবাড়ী উজেলা জাসদের সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মুন্সী মোস্তফা মিয়া ও শহর জাসদের সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত হতে যাচ্ছে। কিন্তু পাটকল বন্ধ রাখার কারনে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। বকেয়া বেতন না পেয়ে শ্রমিক পরিবারগুলো পথে বসে যাচ্ছে।
এসময় তারা পাটকল খুলে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আরও আধুনিকীকরণ ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com