বান্দরবান : বান্দরবানে যুবলীগ নেতা মংসিউ মার্মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা যুবলীগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সন্তু লারমার জনসংহতি সমিতিকে দায়ী করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং তা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র নেতা আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম বেবি, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাস, যুবলীগ নেতা ক্যলু মং মার্মা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদেক হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা কাউসার সোহাগ, কৃষকলীগ নেতা প্রজ্ঞা সার বড়–য়া, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ কারবারী পাড়ায় একদল সন্ত্রাসী বাসায় ঢুকে যুবলীগের কর্মী মংচউ মারমাকে গুলি করে হত্যা করে।
– এন এ জাকির