ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধে র মৃত্যু হয়েছে। আশরাফ আলী ঝিনাইগাতি বাজারের বাসিন্দা।
জানা গেছে, গত ২৭ আগস্ট আশরাফ আলীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে আইসোলেশনে রাখা হলে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।