ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে আবু সোয়াইব নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে ঘটনা ঘটে। আবু সোয়াইব ওই গ্রামের কাঠমিস্ত্রি শাহীন তালুকদারের ছেলে।
নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সোয়াইবের মা সাংসারিক কাজকর্ম করছিলেন। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজির একপর্যায় বাড়ীর সামনে পুকুরের পানিতে ভাসমান অবস্হায় দেখতে পান। পরে সোয়াইবকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।