ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গজনী আচিক চাদাম্বে ক্লাব এর আয়োজনে শেখ রাসেল আদিবাসী ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গজনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এ খেলার উদ্বোধন করেন। খেলায় ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেশ খকসীর সভাপতিত্বে খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ আনার উল্ল্যাহ (আনোয়ার)।
এসময় অন্যান্যের মধ্যে সনাজসেবক গোলাপ হোসেন, ব্যবসায়ী আঃ রেজ্জাক, ইউপি সদস্য ও গজনী আচিক চাদাম্বে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী প্রথম রাউন্ডে খেলায় ২৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে।
– মোহাম্মদ দুদু মল্লিক