শ্রীবরদী (শেরপুর) : রাজমিস্ত্রীর জোগালিয়ার কাজ করে তাতিহাটী ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া গ্রামের আবেদ আলীর ছেলে আনজু মিয়া (৩৪)। প্রতিদিনের মত জীবিকার তাগিদে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী উপজেলার ভারেরা এস.পি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের কাজে যোগ দেন আনজু মিয়া। তখনও আনজু জানে না আজই তার জীবনের শেষ দিন। রবিবার সকাল ১০টার দিকে কাজ করাবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আনজু মিয়া। পরে সাথে থাকা জোগালিয়া ও স্থানীয়রা আনজু মিয়াকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।