মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বর বুধবার উপজেলার ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত খবর পেয়ে থানা পুলিশ রবিবার (৬ সেপ্টেম্বর) ধর্ষিতাকে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
জানা গেছে, উপজেলার ডেফলাই গ্রামের জনৈক কৃষকের কন্যার (২২) কিছুদিন আগে বিয়ে হয় বনগাঁও গ্রামের এক যুবকের সাথে। বিয়ের পর বনিবনা না হলে ঘটক ডেফলাই গ্রামের হযরত আলী (৩০) বিষয়টি মিমাংসার কথা বলে গত ২ সেপ্টেম্বর ওই তরুণী গৃহবধূকে সবার আড়ালে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ভান্ডারীসহ কয়েকজন বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত হযরত আলীর কাছ থেকে ৫ কাঠা জমি লিখে এবং নগদ অর্থও হাতিয়ে নেওয়া হয়। কিন্তু ধর্ষিতাকে জমি ও নগদ অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করতে চাইলে অভিযুক্ত হযরত আলী ও ইউপি সদস্য জিয়া ভান্ডারীসহ স্থানীয় কিছু মাতাব্বর ঘটনা ধামাচাপা দিতে আপোষ-মিমাংসার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। শেষ পর্যন্ত থানা পুলিশ বিষয়টি জানতে পেরে রবিবার ধর্ষিতাকে উদ্ধার করে আইনী প্রক্রিয়া শুর করে।