1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে এবং তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলী শেখকে গুরুতর আহতসহ সমগ্র দেশব্যাপী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের পরিবারের উপর অন্যায়ভাবে হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি পালিত এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আব্দুল গনি, আব্দুর রাজ্জাক প্রমুখ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। বক্তরা মানববন্ধন হতে ইউএনও ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com